ছবি সংগৃহীত
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নার্স ছাড়া হতাহতের কোন খবর পাওয়া যায়নি। বুধবার (৩১ জুলাই) রাত ৮ টার দিকে হাসপাতালের দ্বিতীয়তলার ডায়ালাইসিস ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ৮টার সময় ডায়ালাইসিস ওয়ার্ডে একজন রোগীকে ডায়ালাইসিস করার সময় ডায়ালাইসিস মেশিন বিষ্ফোরণ ঘটে। এতে সেখানে আগুন লেগে যায়, যা রোগীর বেডে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও কর্মচারীরা হাসপাতালে থাকা অগ্নিনির্বাপক ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরইমধ্যে ওয়ার্ডের রোগীদেরকে অন্যত্র সরিয়ে নেয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালের পরিচালক এটিএম নুরুজ্জামান জানান, ডায়ালাইসিস কার্যক্রম করার সময় হঠাৎ করেই সিলিন্ডারে আগুন লাগে। এ সময় স্টাফরা আগুন নেভানোর কাজ করে। ধোঁয়ায় অন্ধকার হওয়ায় সকল রোগীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। খবর দেয়ার পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন নার্স বার্ন হয়েছেন। এতে করে ডায়ালাইসিস সেবার জন্য আসা রোগীদের চিকিৎসা দিতে কোন বিঘ্ন ঘটবে না।