Joy Jugantor | online newspaper

নাটোরে বাদামের জমিতে রাসেলস ভাইপার, পিটিয়ে মারলেন কৃষক

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪৯, ২৩ জুন ২০২৪

নাটোরে বাদামের জমিতে রাসেলস ভাইপার, পিটিয়ে মারলেন কৃষক

নাটোরে বাদামের জমিতে রাসেলস ভাইপার, পিটিয়ে মারলেন কৃষক

নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরে চারটি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরেছেন কৃষকরা। শনিবার উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের পদ্মার নসাড়া চরে এই সাপ দেখতে পাওয়া যায়।

স্থানীয়রা জানান, পদ্মার চরে বাদামের জমিতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এসময় হঠ্যৎ রাসেলস ভাইপার সাপ তারা দেখতে পান। কয়েকজন কৃষক মিলে ওই সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। সেখানে আরও সাপ আছে কী না তা খুঁজতে থাকেন কৃষকরা। এক পর্যায়ে জমিতে একই প্রজাতির আরও তিনটি বাচ্চা সাপ দেখতে পান তারা। কৃষকরা ওই সাপগুলোকেও পিটিয়ে মারেন। 

বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ছিদ্দিক আলী মিষ্টু বলেন, ‘পদ্মার চরে আগেও রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে। গত কয়েক বছর আগে এই সাপের কামড়ে একজনের মৃত্যুও হয়। অনেক দিন পর আবারও চরে এই সাপের দেখা মিললো। কৃষকরা তিনটি বাচ্চাসহ একটি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরেছেন।’