
ছবি সংগৃহীত
নওগাঁর সাপাহার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।
সোমবার বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমের সামনে থেকে একটি র্যালী উপজেলা পরিষদ সামনে থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় উপজেলা পরিষদ হলরুমে সামনে এসে শেষ হয়।
র্যালী শেষে আলোচনা সভা ,চিত্রাংকন ,সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) অসীম কুমার সাহা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পঃ পঃ কর্মকর্তা আরিফুজ্জামান রাসেল,আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু,গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান,সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ, রুস্তম আলী প্রমুখ।
এই সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, ছাত্র- ছাত্রী উপস্থিত ছিলেন।