Joy Jugantor | online newspaper

গভীর নিম্নচাপটি আরও অগ্রসর হয়েছে, উত্তাল হচ্ছে সাগর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৬, ২৫ মে ২০২৪

গভীর নিম্নচাপটি আরও অগ্রসর হয়েছে, উত্তাল হচ্ছে সাগর

ফাইল ফটো

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। নিম্নচাপটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসরের সঙ্গে ঘনীভূত হতে পারে।

শনিবার (২৫ মে) আবহাওয়া অফিসের দেওয়া সবশেষ পাঁচ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নিম্নচাপটি আজ শনিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৩৫ কিলোমিটার এবং কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।