ছবি: জয়যুগান্তর।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে ৯২ জন প্রার্থী মনোনয়ন উত্তোলনের খবর পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া স্বতন্ত্র হিসেবে মনোনয়ন তুলেছেন ৩৮ জন। শতকরা হারে এটি দাঁড়ায় ৪১ শতাংশেরও বেশি। এছাড়া মনোনয়ন উত্তোলনকারী ৯২ জনের মধ্যে শুধু বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে রয়েছেন ২৭ জন।
বুধবার বগুড়া সিনিয়র জেলা নির্বাচন অফিসের কাছ থেকে পাওয়া নথি বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। এই মনোনয়ন তোলার মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী ঐক্য জোট, এনপিপি, তৃণমূল বিএনপি, সুপ্রিম পার্টিসহ একাধিক দলের প্রার্থী রয়েছেন।
নথি অনুযায়ী, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনতলা) আসনে মনোনয়ন তুলেছেন ১২ জন। এর মধ্যে স্বতন্ত্র রয়েছেন ৫ জন। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মনোনয়ন তুলেছেন ১০ জন। তার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৪ জন। বগুড়া-৩ (কাহালু-দুপচাঁচিয়া) আসনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়ন তুলেছেন, যার মধ্যে স্বতন্ত্র রয়েছেন আটজন।
বগুড়া-৪ আসনে পাঁচজন প্রার্থী স্বতন্ত্রভাবে ভোট করতে চান। এই আসনে আজ বুধবার পর্যন্ত মোট প্রার্থী ১২ জন। বগুড়া-৫ আসনে মোট প্রার্থী আটজন। তার মধ্যে স্বতন্ত্র রয়েছেন ২ জন। বগুড়া-৬ (সদর) আসনে মোট প্রার্থী ৯ জন। এর মধ্যে চার জন স্বতন্ত্র।
বগুড়ায় সবচেয়ে বেশি প্রার্থী ভোটের মাঠে নামার ঘোষণা দিয়েছেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে। এই আসনে মোট প্রার্থী ২৭ জন। তার মধ্যে ১৮ জন স্বতন্ত্রভাবে মনোনয়ন তুলেছেন। নৌকা, জাতীয় পার্টি ছাড়াও মুক্তিজোট, এনপিপি, বাংলাদেশ কংগ্রেস, জাসদ, জেপি, জাকের পার্টির প্রার্থীরা আছেন এই তালিকায়।
বগুড়ার আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বগুড়া-৪ আসনে নির্বাচনের জন্য বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে মনোনয়ন তুলেছেন। তিনি বগুড়া ৪ আসন (কাহালু-নন্দীগ্রাম) থেকে নির্বাচন করার পরিকল্পনা করেছেন বলে তার ব্যক্তিগত সহকারী শুভ নিশ্চিত করেছেন।
এ ছাড়া বগুড়ায় বিএনপির চার সাবেক নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি আসন থেকে স্বতন্ত্রের ব্যানারে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তারা হলেন, বগুড়া-১ আসনে শোকরানা, বগুড়া-২ আসনে বিউটি বেগম, বগুড়া- ৪ আসনে ডা. জিয়াউল হক মোল্লা ও বগুড়া-৭ আসনে সরকার বাদল।
বগুড়ার সাতটি আসনে মোট ভোটার সংখ্যা ২৮ লাখ ২৮ হাজার ৩৪৪। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৪ হাজার ৩২১ এবং নারী ভোটার ১৪ লাখ ২৪ হাজার ২৩ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৯৬৯টি। ভোট কক্ষ স্থায়ী ৫ হাজার ৮১৫টি ও অস্থায়ী ৪০৮ টি মিলে মোট ৬ হাজার ২২৩ টি কক্ষে ভোট দিবেন জেলাবাসী।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। বাছাই শুরু ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে বগুড়ায় মনোয়নপত্র বাছাইয়ের দিন নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬ থেকে ১৫ ডিসেম্বর। এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।