Joy Jugantor | online newspaper

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা-ট্রলি সংঘর্ষ, নিহত ২ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৬, ২১ সেপ্টেম্বর ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা-ট্রলি সংঘর্ষ, নিহত ২ 

ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট-গোমস্তাপুর সড়কে পুশকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার গাজীপুর বারিকবাজার এলাকার মৃত ইসকত আলীর স্ত্রী খলেশ বেগম (৭০) ও শিবগঞ্জ পৌরসভার পাতাল মোড় এলাকার বীরেন হরিদাসের ছেলে শ্রী তত্ত্বন হরিদাশ (৪০)।

জানা যায়, কানসাট থেকে ছেড়ে যাওয়া ট্রলির সঙ্গে পুশকনী এলাকায় গোমস্তাপুর থেকে ছেড়ে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খলেশ বেগম ও তত্ত্বন হরিদাশ মারা যান। তারা দুজনই অটোরিকশার যাত্রী ছিলেন।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।