Joy Jugantor | online newspaper

বদলগাছীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার 

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৮, ২০ সেপ্টেম্বর ২০২৩

বদলগাছীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার 

ছবি: জয়যুগান্তর

নওগাঁর বদলগাছীতে জেসমিন আক্তার সুমি (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর মিলেছে। স্বজনদের দাবি ওই গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। গতকাল মঙ্গলবার নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। 

এর আগে গত সোমবার দিবাগত রাতে উপজেলার কেশাইল হঠাৎ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত জেসমিন আক্তার সুমি উপজেলার লালুহার গ্রামের আবুবক্করের মেয়ে এবং হঠাৎপাড়ার সোহেল রানার স্ত্রী। 

অভিযুক্ত সোহেল বদলগাছী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে কার্যসহকারী পদে কর্মরত। ঘটনার পর থেকেই তিনি পলাতক। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে হঠাৎপাড়া গ্রামের সোহেল রানার সঙ্গে সুমির বিয়ে হয়। তাদের ঘরে ২ বছরের এক কন্যা সন্তান রয়েছে। এর মাঝে সোহেল রানা পরকিয়ায় জড়িয়ে পরে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে অশান্তি সৃষ্টি হয়। পারিবারিক অশান্তির কারনে সোহেলের স্ত্রী চাকরি করার ইচ্ছে পোষণ করলে সোমবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায় সোহেল তার স্ত্রীকে মারপিট করে এবং গলা চেপে ধরে। রাগ অভিমানে সোহেলের স্ত্রী সুমি পাশের ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। 

খবর পেয়ে মঙ্গলবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় আত্মহত্যায় প্ররোচনার একটি মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সোহেল পলাতক রয়েছে।