
শুক্রবার সকাল ৯টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে
নওগাঁয় দুই দিনব্যাপী ‘শিশু আইন ২০১৩’ শীর্ষক বিচারকগণের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার সকল বিচারক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার।
বিচারকগণ ছাড়াও উপস্থিত ছিলেন- ইউনিসেফ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মো. সাইদুল ইসলাম, রাজশাহী বিভাগীয় কো-অর্ডিনেটর আবু হেনা মস্তফা কামাল।