Joy Jugantor | online newspaper

ধুনটে নদীতে ডুবে শিশুর মৃত্যু

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ০৩:০৬, ১ জুন ২০২৩

ধুনটে নদীতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি।

বগুড়ার ধুনট উপজেলায় মানাস নদীর পানিতে ডুবে তানভীর হাসান নামে ১৪ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানভীর হাসান পারনাটাবাড়ি গ্রামের দিনমজুর আল আমিনের ছেলে।

গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, শিশু তানভীরের কয়েকদিন আগে পারনাটা বাড়ি গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরের দিকে শিশু তানভীর তার নানা বাড়ির উঠোনে খেলছিল। তাকে খেলতে দিয়ে বাড়ির লোকজন কাজ করছিলেন। খেলতে গিয়ে সকলের অগোচরে শিশুটি বাড়ি থেকে বের হয়। 

একপর্যায়ে বাড়ির পাশে মানাস নদীর পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর দুপুর ২টার দিকে তানভীরকে নদীর পানিতে ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন। এসময় তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুবী বিভাগে চিকিৎসক মাহমুদুল হাসান জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে চিকিৎসা দেওয়ার কোন সুযোগ পাওয়া যায়নি। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।