
হেরোইন পাচারের অভিযোগে আটক নারী
বগুড়ার শাজাহানপুরে ১৫৩ গ্রাম মাদকদ্রব্য হেরোইনসহ মমতাজ বেগম নামে এক নারী র্যাবের হাতে আটক হয়েছে। আটক নারী বাসযাত্রী সেজে বগুড়ায় হেরোইনের চালান নিয়ে আসছিল বলে জানিয়েছে র্যাব।
বুধবার দুপুর দুইটার দিকে তাকে শাজাহানপুরের ওমরদীঘি বাজার এলাকার বগুড়া-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক থেকে আটক করা হয়।
মমতাজ বেগম বগুড়া সদরের ফুলবাড়ী মধ্যপাড়ার বাসিন্দা।
এসব বিষয় নিশ্চিত করেন র্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওমরদীঘি বাজারে দুপুরে তল্লাশী পোস্ট বসানো হয়। সেখানে মমতাজ বেগমকে ১৫৩ গ্রাম হেরোইনসহ আটক করে র্যাব। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।