Joy Jugantor | online newspaper

তালোড়া পৌর মেয়র পদে ৬ জনের মনোনয়ন দাখিল

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩২, ২৩ মে ২০২৩

আপডেট: ১৯:৩৮, ২৩ মে ২০২৩

তালোড়া পৌর মেয়র পদে ৬ জনের মনোনয়ন দাখিল

মেয়র পদে ৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন । মঙ্গলবার জেলা নির্বাচন অফিস থেকে এই তথ্য জানানো হয়।

তারা হলেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র তালোড়া পৌর আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল, জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদ, তালোড়া পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলিল খন্দকার, স্বতন্ত্র প্রার্থী আবু হোসেন সরকার আবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী তালোড়া পৌর শাখার সহসভাপতি মাওলানা কামরুল ইসলাম রুবেল ও স্বতন্ত্র প্রার্থী আউলিয়া খন্দকার। এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪১জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান জানান,  তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬জন, সাধারণ কাউন্সিলর পদে ৪১জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২জনের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।