Joy Jugantor | online newspaper

বগুড়ায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৮, ১৯ মার্চ ২০২৩

বগুড়ায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

প্রতিকী ছবি।

বগুড়ার আদমদীঘিতে গলায় গামছা পেচিয়ে ছুরিকাঘাতে চালক তৈয়ব আলীকে (৬০) হত্যার পর অটোভ্যান ছিনতাই করেছে দৃর্বৃত্তরা। তৈয়ব উপজেলার কুন্দগ্রাম ইউপির তারতা গ্রামের ইব্রাহিমের ছেলে। 

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার তারতা কুমারপাড়া এলাকায় নাগর নদেরপাড় থেকে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

জানাযায়, শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় অটোভ্যান নিয়ে বৃদ্ধ তৈয়ব আলী কুন্দগ্রাম বাজার থেকে দু’জন যাত্রীসহ রওনা দেন। এরপর ওই রাতে তৈয়ব যথা সময়ে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর কোন সন্ধান পায়নি। পরদিন রোববার ১০টার দিকে উপজেলার তারতা জোড়াদহ নাগর নদের পাড়ে স্থানীয়রা অটোভ্যান চালক তৈয়ব আলীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, গলায় গামছা পেচানো এবং ছুরিকাঘাত হওয়া অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।