Joy Jugantor | online newspaper

বগুড়ার ইন্টারন্যাশনাল হোপ স্কুলে খুদে বিজ্ঞানীদের মেলা

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৯:২০, ১৮ মার্চ ২০২৩

বগুড়ার ইন্টারন্যাশনাল হোপ স্কুলে খুদে বিজ্ঞানীদের মেলা

ছবি- জয়যুগান্তর।

শিক্ষণ প্রক্রিয়াকে প্রায়োগিক ও জীবনমূখী করে তুলতে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ‘র বগুড়া শাখায় অনুষ্ঠিত হয়েছে খুদে শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা। শনিবার দুপুরে এই মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রবিউল আলম রাজু।

কেবল পাঠ্যপুস্তকের ভেতরে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে এমন আয়োজন নিয়মিত করা হবে বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ, বগুড়া শাখার ব্যবস্থাপনা পরিচালক আয়শা আক্তার রিপা। 

বিজ্ঞান মেলায় প্রাইমারি ও মিডল স্কুলের দুইটি ভাগে মোট ৪৫টি প্রজেক্ট প্রদর্শন করে ক্ষুদে শিক্ষার্থীরা। মেলায় দুই বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় করে ৬ জনের পাশাপাশি শ্রেষ্ঠ উদ্ভাবন ক্যাটাগরিতে আরও তিনজন ক্ষুদে বিজ্ঞানীকে পুরষ্কৃত করা হয়েছে।  

এসময় আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ বগুড়া শাখার ব্যবস্থাপনা পরিচালক আয়শা আক্তার রিপা, সহকারি ব্যবস্থাপনা পরিচালক রহমত খাঁন রুকু। বিজ্ঞান মেলায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আরিফুল ইসলাম পায়েল।