Joy Jugantor | online newspaper

আগামী ৩ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৭, ১৭ মার্চ ২০২৩

আগামী ৩ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ফাইল ছবি

দেশের বিভিন্ন স্থানে আগামী তিন দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সাতক্ষীরায় ২০ মিলিমিটার। রাজধানী ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।