Joy Jugantor | online newspaper

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বেলজিয়ামের রানি

ডেস্ক রির্পোট

প্রকাশিত: ১৩:১১, ৭ ফেব্রুয়ারি ২০২৩

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বেলজিয়ামের রানি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বেলজিয়ামের রানি

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়েছেন জাতিসংঘের মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অ্যাডভোকেট ও বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে ক্যাম্পে পৌঁছান বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে। প্রথমে তিন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। পরে রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলবেন তিনি। 

এছাড়াও ক্যাম্পে বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন রানি। 

এর আগে মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। 

বেলজিয়ামের রানির সঙ্গে রয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল। রানির এই সফর রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা মন্ত্রীর।