
‘জুস পানে’ একই পরিবারের ৮ জন হাসপাতালে
টেকনাফের হ্নীলায় ম্যাংগো জুস পান করে একই পরিবারের ৬ শিশুসহ ৮ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাদের উদ্ধার করে রোববার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে একইদিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
অসুস্থরা হলেন- পশ্চিম সিকদার পাড়ার আবু বক্করের মেয়ে নাসিমা আক্তার (১৮), সেলিনা আক্তার (১৯), আব্দুর রহিমের মেয়ে রাফিয়া (৩), রাফসানা (৫), নাজমা (৯), রামিম (৭), জসিম উদ্দিনের ছেলে শাওন (২) এবং মো. জালালের ছেলে জিসান (৩)। তারা সবাই একই পরিবারের সদস্য।
ভুক্তোভোগী পরিবারের বরাত দিয়ে চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, গত শনিবার পশ্চিম সিকদার পাড়ার আবু বক্করের বাড়িতে এক আত্মীয় বেড়াতে আসেন। এসময় তিনি বোতালজাত পণ্যের জুসও কিনে নিয়ে আসেন। রোববার সন্ধ্যায় জুস পানের পর ওই পরিবারের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। পরে শিশুসহ ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান বলেন, রোববার রাতে টেকনাফ থেকে অচেতন অবস্থায় শিশুসহ ৮ জনকে হাসপাতালে আনা হয়। চিকিৎসা শেষে তাদের জ্ঞান ফিরেছে। তবে তারা জুস নাকি অন্য কিছু খেয়ে অসুস্থ হয়েছেন তা নিশ্চিত নয়।