Joy Jugantor | online newspaper

দেশীয় চাল প্লাস্টিকের ব্যাগে পেলেই জব্দের নির্দেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৪:২৬, ২৬ জানুয়ারি ২০২৩

দেশীয় চাল প্লাস্টিকের ব্যাগে পেলেই জব্দের নির্দেশ

সংগৃহীত ছবি।

দেশি বিভিন্ন ধরনের চাল প্লাস্টিকের ব্যাগে ভরে বাজারজাত করলে তা জব্দ করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেয়া হয়েছে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ডি‌সি‌দের এ ‌নি‌র্দেশ দেন।

অধি‌বেশন শে‌ষে মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে একসময় কৃষিপণ্য থেকে শুরু করে সমস্ত মোড়কে পাটপণ্য ব্যবহার হতো। প্লাস্টিক আবিষ্কারের পর পাটপণ্য থেকে তারা প্লাস্টিকে চলে যাওয়ার কারণে পাটপণ্যের ব্যবহার কমে যায়। এখন আমরা চেষ্টা করছি সেই পাট পণ্য আবার ব্যবহার করতে।

‘আমাদের সবাই পাট ব্যবহার বাদ দিয়ে চাল, ডাল কিংবা কৃষকের পণ্য প্লাস্টিক ব্যা‌গে বাজারজাত করার চেষ্টা করত। সামারি কোর্ট করে তাদের সেগুলো বন্ধ করার চেষ্টা করা হয়। এটা করার ফলে আমরা অনেক লাভবান হয়েছি।’

মন্ত্রী বলেন, ‘ইদানীং একটা লিকেজ আছে। লিকেজটা হলো যেহেতু চাল আমদানি হচ্ছে, বেশ কিছু চাল আমাদের আমদানি করতে হয়েছে। সেই আমদানির চালগুলো প্লাস্টিকের বস্তায় আসে। এটার মাঝে ফাঁক দিয়ে তারা দেশের চাল প্লাস্টিকের বস্তায় ঢুকিয়ে দিয়েছে।

‘আমরা বলেছি শুধ‌ু বিদেশি চাল প্লাস্টিকের ব্যাগে থাকলে আপত্তি নেই, কিন্তু দেশীয় চাল যেখানে (প্লা‌স্টি‌কের ব্যা‌গে) আছে, সেগুলো সামারি কোর্ট করে জব্দ করবেন। তাহলে আমাদের পাটপণ্যের ব্যবহার নিশ্চিত হবে।’

রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি খাতে দেয়ার বিষয়ে সরকারের পরিকল্পনা নিয়ে প্র‌শ্নের জবাবে মন্ত্রী ব‌লেন, ‘পাটকলগুলো আমরা যখন গোল্ডেন হ্যান্ডশেক করেছি, সে সময় ডিসিরা অবদান রেখেছেন। পাটকলগুলো খুবই শান্তভাবে শ্রমিকদের পাওনা পরিশোধ করেছে। প্রত্যেক শ্রমিক পাওনা পেয়েছে বিধায় শ্রমিকদের মধ্যে কোনো অসন্তোষ সৃষ্টি হয়নি।’

পাটকলগুলোতে সরকা‌রের মালিকানা রেখে তার ব্যবস্থাপনা বেসরকারি খাতে দি‌তে দরপত্র আহ্বান করা হ‌য়ে‌ছে ব‌লে জানান মন্ত্রী।

তি‌নি ব‌লেন, ‘ছয়‌টি মিল অলরেডি টেন্ডারে চলে গেছে। আরও ১১টি মিল টেন্ডারে দেয়া হয়েছে। আজকে সেই টেন্ডার ওপেন হবে। এরপর এগুলোর ম্যানেজমেন্ট বেসরকারি খাতে দেয়ার জন্য চেষ্টা করব।’

তিনি ব‌লেন, ‘ডিসিরা কলাগাছ থেকে সুতা তৈরি নি‌য়ে কথা বলেছেন। অনেক দেশে কলাগাছ থেকে সুতা তৈরি হয়।

‘আমাদের দেশে অনেক কলাগাছ হয়। কলাগাছ থেকে সুতা তৈরির বিষয়টি রিসার্চ ইনস্টিটিউটকে বলব।’