
ছবিঃ সংগৃহীত।
কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মাঠে নেমেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সেলেসাওদের আজকের প্রতিপক্ষ এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ম্যাচে রীতিমতো গোল উৎসবে মেতেছে ব্রাজিল।
ম্যাচের সপ্তম মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। বার্সার রাফিনিয়ার পাসে গোলটি করেন এই রিয়াল তারকা। ১১তম মিনিটে ডি-বক্সের ভেতরে রিচার্লিসনকে ফাউল করে বসেন কোরিয়ার ইয়ং জুং। এতে পেনাল্টি পায় ব্রাজিল। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ইনিজুরি কাটিয়ে দলে ফেরা নেইমার।
২৯ মিনিটে কাসেমিরোর পাস থেকে গোল করেন রিচার্লিসন। ৩৭তম মিনিটে ব্যবধান ৪-০ করে ফেলেন লুকাস পাকেতা। ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে ব্রাজিল।