
ফাইল ছবি
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের তিনতলা থেকে লাফিয়ে পড়ে মনোয়ার হোসেন নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
হাসপাতালের তিনতলার ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ড থেকে পড়ে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মারা যান ৪০ বছর বয়সী মনোয়ার। তিনি জেলার হালুয়াঘাট উপজেলার উয়াপাড়া এলাকার শরিফ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ওয়ায়েজ উদ্দিন ফরাজি।
তিনি বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মনোয়ার হোসেন। হঠাৎ শুনি, তিনতলার ওই ওয়ার্ডের বারান্দা থেকে লাফিয়ে পড়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মৃত্যুর পেছনে কেউ জড়িত থাকলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারও সঙ্গে রাগ, মনোমালিন্য, মানসিক দুঃশ্চিন্তা কিংবা চিকিৎসা সংক্রান্ত কোনো কারণে মনোয়ার আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।