Joy Jugantor | online newspaper

বগুড়ায় নবজাতকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫১, ২৫ নভেম্বর ২০২২

বগুড়ায় নবজাতকের লাশ উদ্ধার

প্রতীকি ছবি।

বগুড়ায় এক নবজাতকের (মেয়ে) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের ছিলিমপুর  আঞ্চলিক গ্যাস অফিসের সামনের একটি শুকনো খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। 

ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই)  রকিবুল হাসান জানান, স্থানীয় এক মহিলা ছাগল চড়ানোর জন্য গ্যাস অফিসের দিকে যাচ্ছিলেন। এসময় তিনি কম্বলের নিচে থাকা পলিব্যাগের মধ্যে নবজাতককে দেখতে পান। পরে তিনি আমাদের খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, ওই মেয়ে নবজাতকের শরীরে এখনও নাড়ী রয়েছে। এছাড়াও তার বুকে ও মুখে আঘাতের চিহ্ন আছে।

নবজাতকটি পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ ছিলো। আমাদের ধারণা আজকেই ওই নবজাতকের লাশ গ্যাস অফিসের সামনে অজ্ঞাত কেউ গেলে গিয়েছে। তার লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হবে।

এএসআই রকিবুল বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।