Joy Jugantor | online newspaper

বড়াল নদীতে ডুবে প্রাণ গেল শিশুর

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ২২:১৭, ২৮ সেপ্টেম্বর ২০২২

বড়াল নদীতে ডুবে প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি।

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বড়াল নদীতে ডুবে ইসা আলী নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের দোগাছী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইসা একই গ্রামের শাহাদত হোসেনে ছেলে।

নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জোহা জানান, দুপুরে পার্শ্ববর্তী এক বাড়ি থেকে দাওয়াত খেয়ে ইসা তার বাবা শাহাদতের সঙ্গে বাড়ি ফিরছিল। পথে বাঁশের সাঁকোর উপর দিয়ে বড়াল নদী পার হতে গিয়ে পিছলে নদীতে পড়ে যায়। ইসাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।