Joy Jugantor | online newspaper

বগুড়ার গালাপট্টিতে উপমা জুয়েলার্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ০৪:৪৫, ২৯ সেপ্টেম্বর ২০২২

বগুড়ার গালাপট্টিতে উপমা জুয়েলার্সের উদ্বোধন

ছবি- জয়যুগান্তর।

বগুড়া শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো উপমা জুয়েলার্স। বুধবার দুপুরে শহরের গালাপট্টি মন্ডল মার্কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। 

উপমা জুয়েলার্সের সত্ত্বাধিকারী উৎপল রায়ের ব্যবস্থাপনায় ফিতা কেটে প্রতিষ্ঠানটির যাত্রার উদ্বোধন করেন রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ। 

উদ্বোধনকালে তিনি বলেন, জুয়েলার্স ব্যবসাতে বগুড়া সর্বদাই দীর্ঘসময় যাবত সুনামের সাথে পথ চলে আসেছ। বাজুসের দক্ষ নেতৃত্বে বগুড়ার সকল ব্যবসায়ীরা অত্যন্ত ক্রেতাবান্ধব হয়ে ব্যবসা পরিচালনা করছে যা প্রশংসনীয়। 

যুগের সাথে তাল মিলিয়ে নিত্যনতুন নানা ডিজাইনের গহনার পসরা নিয়ে নতুন আঙ্গিকে উপমা জুয়েলার্স যে যাত্রা শুরু করলো তিনি এই যাত্রায় শুভ কামনা জানান। 

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি মতলেবুর রহমান রাতুল, সহ সভাপিত মোমিরুল ইসলাম গোল্ডেন, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ বাবু, মন্ডল মার্কেটের সেলিম রেজা, এমদাদুল হক প্রমুখ।