Joy Jugantor | online newspaper

সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৯:২২, ২২ সেপ্টেম্বর ২০২২

সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

যুবক গ্রেপ্তার ।

সিরাজগঞ্জের বেলকুচিতে ১০ কেজি গাঁজাসহ ৩৯ বছর বয়সী নুরনবী বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

এরআগে বুধবার রাতে উপজেলার মেঘুলা উত্বরপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুরনবী ওই এলাকার আব্দুল করিম বিশ্বাসের ছেলে। 

বেলকুচি থানা পুলিশের ওসি তাজমিলুর রহমান বিষয়গুলো নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নুরনবীর বিরুদ্ধে থানায় প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।