Joy Jugantor | online newspaper

বগুড়ায়  চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৮:৪৭, ২০ সেপ্টেম্বর ২০২২

বগুড়ায়  চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়

 চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা।

বগুড়ায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে  এ আয়োজন করে পরিবেশ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুফিয়া নাজিম।

সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম।  আরও উপস্থিত ছিলেন

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরাফাত ইসলাম, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান, মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ টি নুরুজ্জামান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস এম আরাফাত ও স্বপ্ন সংস্থার নির্বাহী পরিচালক মো. জিয়াউর রহমান। 

অনুষ্ঠিত সভায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০০৮ এর বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেন পরিবেশ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের বগুড়ার উপপরিচালক মো. মেজ-বাবুল আলম।