Joy Jugantor | online newspaper

মামার মারপিটে আহত ভাগনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ১৮:০৯, ১৯ আগস্ট ২০২২

মামার মারপিটে আহত ভাগনের মৃত্যু

লাশ-ফাইল ফটো

ঝিনাইদহে মামার মারপিটে আহত এক ভাগনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। এর আগে, সোমবার ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ায় মায়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে মামার মারপিটে আহত হন ভাগনে সলক। মৃত সলক শহরের ব্যাপারী পাড়ার শহিদুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, গত সোমবার মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় ছেলে সলকের। এক পর্যায়ে চাচাতো মামা লাঠি দিয়ে পিটিয়ে সলককে গুরুতর আহত করেন। এ সময় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল সলকের মৃত্যু হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি এবং কাউকে আটকও করা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।