Joy Jugantor | online newspaper

জুম্মার নামাজের সময় অটোরিকশা চুরি করতে গিয়ে ধরা যুবক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৪, ৫ আগস্ট ২০২২

জুম্মার নামাজের সময় অটোরিকশা চুরি করতে গিয়ে ধরা যুবক

আব্দুর রউফ

অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় বগুড়ার আদমদীঘিতে আব্দুর রউফ নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।  

শুক্রবার উপজেলার সান্তাহার ইউপির সান্দিড়া দীঘিরপাড় এলাকায় জুম্মার নামাজ পড়ার জন্য চালক মসজিদে প্রবেশ করলে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা টের পেয়ে ওই চোরকে হাতেনাতে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। 

আব্দুর রউফ (৩০) বগুড়ার শিবগঞ্জ উপজেলার কুরাহারকাটাকুশি গ্রামের বাসিন্দা। অটোরিকশার চালকের নাম রফিকুল ইসলাম। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সান্দিড়া গ্রামের সরদারপাড়ার বাসিন্দা অটোরিকশা চালক রফিকুল ইসলাম ওরফে টিক্কা জুম্মার নামাজ আদায়ে জন্য দীঘিরপাড় জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর গাড়িটি রেখে ওযু করে নামাজে বসেন। ওঁত পেতে থাকা চোর আব্দুর রউফ সেই সুযোগে গাড়ির নকল একটি চাবি দিয়ে গাড়িটি চালু করে দ্রুত পালিয়ে যাচ্ছিলো। 

এ সময় ওই গ্রামের রিদয় হোসেন নামের আরেক অটোচালক গাড়িটি দেখে সন্দেহ হলে বেশ কয়েকজনকে নিয়ে তাকে ধাওয়া করে। এক পর্যায়ে তারা সাইলো সড়কে তাকে আটকের পর উপস্থিত জনতা ওই চোরকে উত্তম মধ্যম দিয়ে আদমদীঘি থানা পুলিশের এএসআই মশিউদ্দীনের কাছে সোপর্দ করেন। 

এএসআই মশিউদ্দীন জানান, আটক চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানায় নেয়া হয়েছে।