Joy Jugantor | online newspaper

সুজানগরের মস্তকবিহীন অজ্ঞাত লাশ উদ্ধার 

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৭, ৭ জুলাই ২০২২

সুজানগরের মস্তকবিহীন অজ্ঞাত লাশ উদ্ধার 

প্রতিকী ছবি।

পাবনার সুজানগরের পদ্মা নদী থেকে মস্তকবিহীন অর্ধগলিত অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছ পুলিশ। বৃহস্পতিবার (০৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে পদ্মা নদীর নারুহাটি পক্কীর মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, লামের বয়স আনুমানিক ৩৫ বছর ও তিনি  একজন পুরুষ।

সুজানগর থানা পুলিশের এসআই জহুরুল ইসলাম জানান, স্থানীয় মৎস্যজীবীরা পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

 সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান লাশ উদ্ধারের বিষয়ে নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। লাশের পরিচয় শনাক্তসহ রহস্য উদঘাটনে কাজ চলছে।