
লাশ-ফাইল ফটো
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আলোচিত ফরিদ শেখ (৪০) হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন তার স্ত্রী মুক্তা বেগম (৩৫)।
বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই আব্দুল করিম এ তথ্য জানিয়েছেন। তার দেওয়া তথ্যমতে, হত্যাকাণ্ডে ব্যবহৃত বঁটিটিও উদ্ধার করা হয়েছে।
এসআই জানান, পারিবারিক কলহের কারণে মুক্তা বেগম তার স্বামী ফরিদ শেখকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন। এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ফরিদ শেখ উপজেলার কুশলা ইউনিয়নের ধোড়ার গ্রামের ইয়ার আলী শেখের ছেলে। গত ১৯ জুন দিবাগত রাতে ফরিদ শেখকে তার স্ত্রী বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় ২০ জুন ফরিদ শেখের মা ফাতেমা বেগম বাদী হয়ে মুক্তা বেগম ও তার বাবা সিদ্দিক তালুকদারকে (৬০) আসামি করে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা করেন।