Joy Jugantor | online newspaper

মাদক মামলায় একজনের ৫ বছর কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ১৯:৩২, ২৯ জুন ২০২২

মাদক মামলায় একজনের ৫ বছর কারাদণ্ড

আদালতের আদেশ: প্রতীকী ছবি

মেহেরপুর মাদক মামলায় ইব্রাহিম হোসেন নামে এক মাদক বিক্রেতাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

বুধবার (২৯ জুন) বেলা দেড়টার সময় মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়ালিউল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় হোগলবাড়িয়া গ্রামের তিনকোর আলীর ছেলে আতিয়ার রহমানকে বেখসুর খালাস দিয়েছে আদালত।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ৩ জুলাই দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে গাংনী থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জসিম উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে হোগলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ ইব্রাহিম ও আতিয়ারকে আটক করেন। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি) ধারায় গাংনী থানায় একটি মামলা করে পুলিশ। মামলায় ইব্রাহীম দোষী সাবস্থ্য হওয়ায় আদালত তাকে ৫ বছরের সাজা দেন। এছাড়া অপর আসামী আতিয়ার রহমান দোষী প্রমাণিত না হওয়ায় তাকে বেখসুর খালাস দেন।

মামলায় সরকারী পক্ষে মেহেরপুর জজকোর্টের পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে অ্যাডভোকেট মারুফ আহম্মেদ বিজন ও অ্যাডভোকেট রমজান আলী কৌঁসুলি ছিলেন।