
প্রতীকী ছবি।
জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে মুস্তাকিম বিল্লাহ নামে ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঐ উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের কাচিমারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত মুস্তাকিম বিল্লাহ ঐ এলাকার আল আমীন মিয়ার ছেলে।
গোয়ালেরচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশাহ জানান, দুপুরে বাড়ির আঙিনায় ফুল নিয়ে খেলছিল শিশু মুস্তাকিম বিল্লাহ। এক পর্যায়ে হামাগুড়ি দিয়ে স্বজনদের অগোচরে বাড়ি সংলগ্ন ডোবায় বন্যার পানিতে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের বলেন, বন্যার পানিতে পড়ে যাওয়া ২০ মাস বয়সী এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা করে দেখা যায়- হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।