Joy Jugantor | online newspaper

৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ১০:১৮, ২৭ মে ২০২২

৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ফাইল ছবি।

আগামী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগে  বৃষ্টিপাত হতে পারে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের (বিএমডি) পূর্বাভাসে বলা হয়েছে। 

শুক্রবার আবহাওয়া অধিদফতরের বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাবনা, চুয়াডাঙ্গা, খুলনা, পটুয়াখালী ও বাগেরহাট জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

দেশে সর্বোচ্চ ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে  রাঙ্গামাটি জেলায় এবং মংলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Add