Joy Jugantor | online newspaper

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুজনের

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১১:৫৬, ২০ মে ২০২২

আপডেট: ১১:৫৭, ২০ মে ২০২২

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুজনের

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি।

বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। হতাহত তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।

শুক্রবার রাত আটটার দিকে ওই উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বীরবেদার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন ও বগুড়া দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অন্যজনের মৃত্যু হয়। নিহত দুজনই পুরুষ। আর আহতের নাম সাগর সাকিদার। ২২ বছর বয়সী সাগর বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাৎক্ষণিকভাবে নিহত দুজনের নামপরিচয় জানা যায়নি।

এ তথ্য নিশ্চিত করেন কাহালু থানার ওসি মো. আমবার হোসেন।

ওসি মো. আমবার হোসেন জানান, হতাহত তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।  দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নেয়া হয়েছে। ট্রাকের চালক-সহকারী পলাতক আছেন।
 

Add