Joy Jugantor | online newspaper

পাবনায় ৪ হাজার লিটার তেল জব্দ

পাবনা প্রতিনিধি 

প্রকাশিত: ১১:৫৭, ১৪ মে ২০২২

পাবনায় ৪ হাজার লিটার তেল জব্দ

পাবনায় ৪ হাজার লিটার তেল জব্দ।

ভোজ্যতেলের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পাবনার ভাঙ্গুড়ায় অভিযান পরিচালনা করা হয়েছে। 

অভিযানে উপজেলার শরৎনগর বাজারে দুটি দোকান ও গোডাউন থেকে অবৈধভাবে মজুদ চার হাজার ৪২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, শরিবার দুপুর ২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা শাখার সহকারী পরিচালক জহিরুল ইসলাম উপজেলার শরৎনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন। 

অভিযানে উপজেলার শরৎনগর বাজারের মাহাদী হাসান ট্রেডার্সে ১ হাজার ৫ লিটার বোতলজাত সয়াবিন, ২ হাজার ৮৭০ লিটার খোলা সয়াবিন তেল ও কুন্ডু স্টোরে ১৭২ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়। 

মাহাদী ট্রেডার্সের মালিক মাসুম বিল্লাহকে ৫০ হাজার ও কুন্ডু স্টোরের মালিক খোকন কুমার কুন্ডুকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় মজুদকৃত সয়াবিন তেল ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করা হয়।

পাবনা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, নিয়মিত কাজের অংশ হিসেবে ভাঙ্গুড়ায় অভিযানে যাওয়া হয়। সেখানে গিয়ে গোপন সংবাদ পেয়ে দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হলে তেলের অবৈধ মজুদ পাওয়া যায়। পরে তাদের জরিমানা করা হয়। এ অভিযান চলমান থাকবে।