
ছবি ফেসবুক লাইভ থেকে সংগৃহীত।
অবৈধ মজুত ও বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে বগুড়ায় একটি মুদি দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও দোকানটি সিলগালা করে দেওয়া হয়৷ পাশাপাশি দোকানে মজুদ থাকা সয়াবিন তেল উপস্থিত সাধারণ মানুষদের মাঝে বোতলের মোড়কে লেখা থাকা নির্ধারিত দামে বিক্রি করে দেওয়া হয়।
শনিবার (১৪ মে) দুপুরে শহরে খান্দার বাজারের মোস্তফা স্টোরে অভিযানটি চালানো হয়। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মোস্তাফিজুর রহমান।
বগুড়া জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানে মোস্তাফা স্টোরে প্রায় চার মাস আগের মজুত রাখা ১৫০ লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। যেগুলোর মোড়কে লিটার প্রতি ১৫৮ টাকা দাম লেখা থাকলেও বিক্রি করা হচ্ছিল ২০০ টাকায়।