Joy Jugantor | online newspaper

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে ৭ জনের পদোন্নতি 

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:২৪, ২২ জানুয়ারি ২০২২

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে ৭ জনের পদোন্নতি 

বাংলাদেশ পুলিশের লোগো।

পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ ৭ জনকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়েছে সরকার। ১৭ জানুয়ারি সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভায় পদোন্নতি সুপারিশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২১ জানুয়ারি) এই সুপারিশের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিদ্ধান্ত অনুযায়ী, সুপিরিয়র সিলেকশন বোর্ড বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) পদে ৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতি প্রাপ্তরা হলেন, উপ-পুলিশ মহাপরিদর্শক আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ অধিদফতর ঢাকা। উপ-পুলিশ মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরিচালক (উপ-পুলিশ মহাপরিদর্শক) ড. হাসান উল হায়দার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোঃ মনিরুল ইসলাম, বিশেষ শাখা, বাংলাদেশ পুলিশ। পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন ক্ষান, বরিশাল মহানগরী পুলিশ। উপ-পুলিশ মহাপরিদর্শক মোঃ মাহাবুবর রহমান, শিল্পাঞ্চল পুলিশ ইউনিট। উপ-পুলিশ মহাপরিদর্শক ব্যারিষ্টার মোঃ হারুন অর রশিদ, ময়মনসিংহ রেঞ্জ, বাংলাদেশ পুলিশ।

উল্লেক্ষিত এই সাতজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।