Joy Jugantor | online newspaper

কুমিল্লার বিপক্ষে ১০০ রানও করতে পারল না সিলেট

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫২, ২২ জানুয়ারি ২০২২

কুমিল্লার বিপক্ষে ১০০ রানও করতে পারল না সিলেট

ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় দিনের খেলায় মুখোমুখি হয়েছে কুমিল্লা ও সিলেট। মিরপুর শেরেবাংলা ক্রিকেট গ্রাউন্ডে বেলা সাড়ে ১২টায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।

আর অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ দিলেন কুমিল্লার বোলাররা।

মোস্তাফিজ-শহিদুলদের বোলিং তোপে একশ রানও সংগ্রহ করতে পারেনি সিলেট।

১৯.১ ওভারে স্কোরবোর্ডে মাত্র ৯৬ রান জমা করে অলআউট হয়ে গেছে মোসাদ্দেকের দলে।

দলের পক্ষে দুই অংকের ঘরে পৌঁছুতে পেরেছেন মাত্র ৩ জন।  সর্বোচ্চ রান এসেছে ওপেনার কলিন ইনগ্রামের ব্যাট থেকে, ২১ বলে ২০ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান মিস্টার এক্ট্রার, ১৯ ।  তৃতীয় সর্বোচ্চ রান রবি বোপারার, মাত্র ১৭।  এছাড়া সোহাগ গাজী করেছেন ১৯ বলে ১২ রান। 

আর বাকি সবাই সিঙ্গেল ডিজিটেই ফিরেছেন সাজঘরে। অধিনায়ক মোসাদ্দেকের ব্যাট থেকে এসেছে মাত্র ৬ বলে ৩ রান।  অভিজ্ঞ অলোক কাপালি করেছেন ১৪ বলে ৬ রান।

ওপেন করতে নেমে এনামুল হক বিজয় ফেরেন দলীয় ৭ রানে। ব্যক্তিগত ৩ রান করে নাহিদুলের বলে আউট হন তিনি। 

তিন নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৫ রান করে ফেরেন বাংলাদেশ ক্রিকেট লিগের আলো ছাড়ানো মোহাম্মদ মিঠুন।  অফ স্পিনার নাহিদুলের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। 

কুমিল্লার হয়ে সফল বোলার তিনজন - নাহিদুল, করিম জানাত এবং মুস্তাফিজ সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন।