Joy Jugantor | online newspaper

পিকআপ চাপায় লাশ হলো বাবা-ছেলে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৫, ১৫ জানুয়ারি ২০২২

পিকআপ চাপায় লাশ হলো বাবা-ছেলে

দুর্ঘটনাস্থল।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পিকআপ চাপায় প্রাণ গেল বাবা-ছেলের। এ ঘটনায় পয়গাম আলী নামে একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, উপজেলার চন্ডিপুর গ্রামের করিমুল ও তার ছেলে আরমান।

শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভোমরাদহ চিলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, সন্ধ্যায় ছেলেকে নিয়ে উপজেলার চন্ডিপুর গ্রামের করিমুল মোটরসাইকেলে নিয়ে ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জে আসছিলেন। চিলাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে একটি পিকআপভ্যান তাদের চাপা দেয়। এতে করিমুল ঘটনাস্থলেই এবং ছেলে পীরগঞ্জ হাসপাতালে নেয়ার পর মারা যায়। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে।

Add