Joy Jugantor | online newspaper

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় নিহত ৩

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪০, ১৪ জানুয়ারি ২০২২

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় নিহত ৩

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি।

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেলের  তিন আরোহী নিহত হয়েছেন। নিহতরা একই এলাকার বাসিন্দা।

শুক্রবার সন্ধ্যায় নগরীর শম্ভুগঞ্জ-চায়না মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার সেনবাড়ি কালিরবাজার এলাকার ফজলুল হকের ছেলে বাবু, সোহরাব আলীর ছেলে ইয়াসিন ও ইসলামের ছেলে রিপন। 

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, সন্ধ্যা ৬টার দিকে নগরীর শম্ভুগঞ্জ-চায়না মোড় এলাকায় ময়মনসিংহগামী একটি ড্রাম ট্রাক চলন্ত অবস্থায় ঐ মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত ও আরেকজন গুরুতর আহত হন।

ওসি আরো জানান, আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া ঘটনাস্থল থেকে দুই আরোহীর লাশ ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে।