Joy Jugantor | online newspaper

ওমিক্রন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০৪, ২৮ নভেম্বর ২০২১

ওমিক্রন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কবার্তা

সংগৃহীত ছবি

করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে দেশের স্থল, নৌ ও বিমান বন্দরে সতর্কবার্তা দেয়া হয়েছে। রোববার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্ত হয়। পরে বতসোয়ানা, ইসরায়েল, হংকং, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জার্মানি ও ইতালিতে এর সন্ধান পাওয়া যায়। ধরনটিকে ‘উদ্বেগজনক’ অ্যাখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, করোনার আগের স্ট্রেনগুলোর চেয়ে এটি বেশি সংক্রামক।
 
ইতোমধ্যে ওমিক্রন শনাক্ত দেশগুলোর সঙ্গে যোগাযোগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপ ও এশিয়ার বহু দেশ। এ অবস্থায় সব বন্দরে সতর্কবার্তা দিল বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) মো. নাজমুল ইসলাম বলেন, ‘বন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। এ বিষয়ে আমরা সতর্ক আছি।’

তিনি বলেন, ‘গত একমাসে দেশে করোনা শনাক্ত ব্যাপক কমেছে। এ হার ২ শতাংশের নিচে থেকেছে। তবে এ পরিস্থিতিতে আমাদের আত্মতুষ্টিতে ভোগার যুক্তি নেই। মাস্ক পরাসহ অন্যসব স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’