Joy Jugantor | online newspaper

বগুড়ায় সরকারি কাজে বাধা দেওয়ায় নৌকা প্রতীকের দুই কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১১:৩০, ২৮ নভেম্বর ২০২১

আপডেট: ১১:৫৬, ২৮ নভেম্বর ২০২১

বগুড়ায় সরকারি কাজে বাধা দেওয়ায় নৌকা প্রতীকের দুই কর্মী গ্রেফতার

গ্রেফতার হওয়া দুজন।

বগুড়ার শাজানপুর উপজেলায় সরকারি কাজে বাধা দেওয়ায় নৌকা প্রতীকের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার বিকেলে উপজেলার মাঝিড়া  ইউনিয়নের ডোমনপুকুর আমিনিয়া কামিল মাস্টার্স মাদ্রাসা ভোট কেন্দ্রে সরকারি কাজে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে তাদেরকে গ্রেফতার দেখানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট গ্রহণ চলাকালে বগুড়ার ডোমনপুকুর আমিনিয়া কামিল মাস্টার্স মাদ্রাসায় নৌকা প্রতীকের কয়েকজন কেন্দ্রে ঢোকেন। এ সময় জোর করে ভোট দেওয়ার চেষ্টা করেন তারা। তখন দায়িত্বরত কর্মকর্তারা এতে বাধা দেন। পরে কেন্দ্র থেকে উপজেলা নিবার্হী কর্মকর্তা আসিফ আহম্মেদ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে আসলে তাদের উপর চড়াও হয়ে কেন্দ্রে জোর করে ঢোকেন  নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা। ঐ সময় তাদের বাধা দিতে গিয়ে আহত হন আসিফ আহম্মেদ ও রিপন বিশ্বাস।

এ সময় অনেকে পালিয়ে গেলেও পুলিশের কাছে ধরা পড়েন ডোমনপুকুর এলাকার মো. আলী হোসেন ও চোপিনগর এলাকার আব্দুর রাজ্জাক। পরে গাবতলী আমলী আদালতের বিচারক শহিদুল ইসলাম ঘটনাস্থলে আদালত বসিয়ে মামলার মাধ্যমে তাদের গ্রেফতার দেখানো হয়। 

এই  মামমার বাদী হয়েছেন ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোনয়ারুল ইসলাম৷ 

জানতে চাইলে ইউএনও আসিফ আহম্মেদ বলেন, সরকারি কাজে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।