
বগুড়ার তিন উপজেলায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে শেষ হয়ে ভোট গণনা শুরু হয়েছে। রোববার সকাল আটটা থেকে ব্যালটের মাধ্যমে এই ভোট গ্রহণ শুরু হয়ে বিকেলে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে।
উপজেলা তিনটির অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।
নির্বাচনী তিন উপজেলা হলো- সদর, শাজহানপুর ও ধুনট।
ঐ উপজেলার ২৭টি ইউনিয়নে নির্বাচন অনুৃষ্ঠিত হয়েছে। সেগুলো হলো- সদর উপজেলার শেখেরকোলা, গোকুল,লাহিড়ীপাড়া, নামুজা, নিশিন্দারা, নুনগোল ,শাখারিয়া ও সাবগ্রাম। শাজাহানপুর উপজেলার মাঝিড়া, আমরুল, খোট্টাপাড়া, মাদলা, খরনা, আশেকপুর, চুপিনগর, আড়িয়া ও গোহাইল। ধুনট উপজেলার সদর ইউনিয়ন, চিকাশী, এলাঙ্গী, কালেরপাড়া, মথুরাপাড়া, গোসাইবাড়ী, গোপালনগর, নিমগাছী, ভান্ডারবাড়ি ও চৌকিবাড়ি।