Joy Jugantor | online newspaper

বগুড়ায় ভোট কেন্দ্রের পাশ থেকে চাপাতি ও ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭:৫৯, ২৮ নভেম্বর ২০২১

আপডেট: ০৮:০৪, ২৮ নভেম্বর ২০২১

বগুড়ায় ভোট কেন্দ্রের পাশ থেকে চাপাতি ও ককটেল উদ্ধার

উদ্ধার চাপাতি ও ককটেল

বগুড়া সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শাখারিয়াতে দেশীয় অস্ত্র দুটি (চাপাতি) ও একটি ককটেল পরিতক্ত্য অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব। রোববার (২৮ নভেম্বর) দুপুর ১ টায় নির্বাচন চলাকালিন সময় পাঁঁচবাড়িয়া ইলাম উদ্দিন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। 

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (স্ক্রোয়াডন লিডার) সোহরাব হোসেন জানান, নির্বাচনি নাশকতার জন্য হয়তো দুর্বত্তরা সেগুলো মজুদ করেছিল। পুরো এলাকার আমদের নিয়ন্ত্রণে নিয়েছি। সেখানে অতিরিক্ত ফোর্সও পাঠানো হয়েছে। 

ইলাম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোস্তফা কামাল জানান, র‍্যাব সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। ভোট গ্রহণ স্বাভাবিক আছে।