Joy Jugantor | online newspaper

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন

`এডাই ব্যান হামার শ্রমিকের ভোটেত দেওয়া শেষ ভোট`

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭:৪৪, ২৬ নভেম্বর ২০২১

আপডেট: ০৭:৪৬, ২৬ নভেম্বর ২০২১

`এডাই ব্যান হামার শ্রমিকের ভোটেত দেওয়া শেষ ভোট`

বাদশা

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হুইল চেয়ারে বসে ভোট দিয়ে খুশি ৭৫ বছর বয়সী সংগঠনের সদস্য বাদশা মিয়া। শুক্রবার (২৬ নভেম্বর) দশ বছর পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে তিনি তার ছেলের সাহায্য এসে ভোটটি দেন৷ বাদশার বাড়ি সদর উপজেলার শাখারিয়া সরদার পাড়া এলাকায়। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নে তার সদস্য নম্বর ৬ হাজার ৭৭৭। এক সময়ে বাদশা বগুড়া-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন।

বয়সের ভাড়ে নুয়ে পড়া বাদশা মিয়া জানান, ১৯৯০ সালে তিনি বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য পদ পান। এরপর ১৯৯২ সালে সংগঠনের নির্বাচনে প্রথমবারের মতোন তিনি ভোট দেন।

বাদশার আরও বলেন, " এডাই ব্যান হামার শ্রমিকের ভোটেত দেওয়া শেষ ভোট বা। চলবার ফিরবার তো আর পারিনি। মেলাদিন পর সবার সাথে দেখে হলো ভালোই লাগিচ্চে"।