Joy Jugantor | online newspaper

স্বামীকে নির্যাতন: জেল সুপারসহ পাঁচজনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৬, ২৫ নভেম্বর ২০২১

স্বামীকে নির্যাতন: জেল সুপারসহ পাঁচজনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্বামীকে নির্যাতনের অভিযোগে জেল সুপার-জেলারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর স্ত্রী পারভিন আক্তার হিরা।

বৃহস্পতিবার মহানগর হাকিম সরওয়ার জাহানের আদালতে এ মামলা করেন তিনি। পারভিন ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। আদালত আবেদনটি গ্রহণ করে আগামী ৩০ নভেম্বর আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছে।

অভিযুক্তরা হলেন- সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম, জেলার দেওয়ান তারিকুল ইসলাম, ডেপুটি জেলার মো. সাইমুর, কারারক্ষী সবুজ দাশ ও সুবেদার মো. এমদাদ হোসেন।

ভুক্তভোগীর অভিযোগ, তার স্বামী মো. শামীম সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ২০০৪ সাল থেকে কারাগারে রয়েছেন। অভিযুক্তরা বিভিন্ন সময়ে তার ওপর শারীরিক নির্যাতন করছেন।

এসব অভিযোগ অস্বীকার করে জেলার দেওয়ান তারিকুল ইসলাম বলেন, ওই আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তবে সম্প্রতি উচ্চ আদালতের রায়ে তার সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে। তার বিরুদ্ধে আরো নয়টি মামলা বিচারাধীন রয়েছে।