Joy Jugantor | online newspaper

চলতি মাসের মাঝামাঝি শীত বাড়বে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৫:৩৬, ৩ নভেম্বর ২০২১

চলতি মাসের মাঝামাঝি শীত বাড়বে

চলতি মাসের মাঝামাঝি সময়ে দেশজুড়ে শীতের মাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশে প্রতিনিয়ত তাপমাত্রা কমতে থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (৩ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, বর্তমানে কয়েকদিন তাপমাত্রা বাড়া কমার মধ্যেই থাকবে। তবে চলতি মাসের মাঝামাঝি সময়ে টানা এই তাপমাত্রা কমতে থাকবে।

তিনি বলেন, ‘নভেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে। তখনই শীত অনুভূত হবে। সেসময় ভোরের দিকে নদীতে ও উত্তরাঞ্চলে কুয়াশা থাকবে।’

আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে যা ছিল ২০ দশমিক ৫ ডিগ্রি।

বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ে রাতের তাপমাত্রা অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।