Joy Jugantor | online newspaper

২৩ হাজার ছাড়াল ডেঙ্গু আক্রান্ত, মোট মৃত্যু ৮৯

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৫, ২৭ অক্টোবর ২০২১

২৩ হাজার ছাড়াল ডেঙ্গু আক্রান্ত, মোট মৃত্যু ৮৯

ফাইল ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময় ১৮৪ জন নতুন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশে এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৩ হাজার এবং মৃত্যু হয়েছে ৮৯ জনের।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

নতুন ১৮৪ জনের মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজধানীতেই ডেঙ্গুরোগী রয়েছেন ১৫১ জন। ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩৩ জন।

সরকারি হিসাবে দেশে অক্টোবরের ২৭ দিনে ৪ হাজার ৮৫৭ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।