Joy Jugantor | online newspaper

ব্রাহ্মণবাড়িয়ায় নারকেল পাড়তে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:১০, ২৫ অক্টোবর ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় নারকেল পাড়তে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

 নারকেল পাড়তে গিয়ে নিহত ব্যবসায়ী শরিফুল আলম বাচ্চু। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসার ছাদে দাঁড়িয়ে নারকেল পাড়তে গিয়ে শরিফুল আলম বাচ্চু (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।  রোববার বিকেল শহরের দক্ষিণ পৈরতলা মাজার গেট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী ওই এলাকার সাবেক মেম্বার আজগর আলীর ছেলে ও সাবেক কমিশনার হাবিবুর রহমানের ছোট ভাই।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শরিফুল আলম বাচ্চু দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বেশ কয়েক বছর আগে তিনি দেশে ফিরে ব্যাটারিচালিত অটোরিকশার যন্ত্রপাতির ব্যবসা শুরু করেন। বিকেলে বাড়ির দোতলার ছাদের পাশে একটি নারকেলগাছ থেকে হাত দিয়ে নারকেল পাড়তে যান। এ সময় তিনি শরীরের ভারসাম্য রক্ষা করতে না পেরে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।