Joy Jugantor | online newspaper

বগুড়ায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৬, ১৩ অক্টোবর ২০২১

আপডেট: ১৩:০৭, ১৩ অক্টোবর ২০২১

বগুড়ায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বুধবার বগুড়ায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বগুড়ায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং আলোচনা সভা করা হয়েছে।  

বুধবার বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় বেলা সাড়ে ১০টার দিকে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন হয়।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, চেম্বারের সহ-সভাপতি এনামুল হক দুলাল, বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারি পরিচালক সালেহ উদ্দিন।

এ সময় বগুড়া ফায়ার সার্ভিসের কর্মিরা দুর্যোগ মোকাবেলায় মাঠ মহড়ায় আগুন নিভানোর প্রস্তুতির ও বিভিন্ন কৌশল অবলম্বন করে দেখান।