Joy Jugantor | online newspaper

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:১২, ২২ সেপ্টেম্বর ২০২১

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে

ফাইল ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৩১৩ জনে।  বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩২৭ নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৭৬ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জন। গত ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ৪.৭৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪২৭ জন।

এর আগে মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়। একই সময়ে ১ হাজার ৫৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়।