Joy Jugantor | online newspaper

যুক্তরাজ্যের ‘রেডলিস্ট’ থেকে বাদ যাচ্ছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩২, ১৭ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৬:৩২, ১৭ সেপ্টেম্বর ২০২১

যুক্তরাজ্যের ‘রেডলিস্ট’ থেকে বাদ যাচ্ছে বাংলাদেশ

সংগৃহীত ছবি

অবশেষে যুক্তরাজ্যের রেডলিস্ট থেকে বাদ যাচ্ছে বাংলাদেশের নাম।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত সম্পর্কে চূড়ান্ত ঘোষণা দেবে ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট ইউকে।

যুক্তরাজ্যের ডেটা এক্সপার্ট টিম হোয়াইট স্কাই নিউজকে এমন তথ্য জানিয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, মালদ্বীপ সহ নতুন ঐ তালিকায় ১২টি দেশের নাম রয়েছে বলে জানা গেছে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ৯ এপ্রিল থেকে বাংলাদেশ যুক্তরাজ্যের ভ্রমণ তালিকায় রেড লিস্টে রয়েছে। রেডলিস্ট থেকে বাংলাদেশের নাম বাদ গেলে বাংলাদেশ থেকে কোন যাত্রী যুক্তরাজ্যে এলে তাকে আর হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে না। 

এর আগে সম্প্রতি লন্ডন সফরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন করোনাভাইরাসের কারণে যুক্তরাজ্যের জারি করা রেডলিস্টকে 'বৈষম্যমূলক' অভিহিত করে বাংলাদেশকে এই তালিকা থেকে বের করার আহ্বান জানান। 

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী ডমিনিক রাবের সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে মোমেন বলেন, বাংলাদেশের জোরালো টিকাদান কর্মসূচি ও কোভিড সংক্রমণের হার ৯ দশমিক ৮২ শতাংশে কমে আসা এবং সাত হাজারের বেশি ব্রিটিশ-বাংলাদেশির আটকে পড়ার প্রেক্ষাপটে যুক্তরাজ্যের উচিত বাংলাদেশকে কোভিড লাল-তালিকাভূক্ত দেশ থেকে বাদ দেওয়ার বিষয় বিবেচনা করা। 

করোনাভাইরাসের সংক্রমণের উচ্চ হার বিবেচনায় নিয়ে যুক্তরাজ্যের এই রেডলিস্টে ৬২ দেশকে রাখা যায়।